রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

‘আমরা শুধু চাই আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হোক’

তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম বলেন, আমাদের তৃতীয় বর্ষের আটটি পরীক্ষার মধ্যে চারটি বাকি আছে। আর চতুর্থ বর্ষের একটি। এমন অবস্থায় পরীক্ষা বাতিল করার কী যৌক্তিকতা আছে? আমাদের আর কোনো দাবি নাই। আমরা শুধু চাই, আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হোক।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে লমান পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নিউ মার্কেট-সায়েন্স ল্যাব রাস্তায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে সত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা শুধু পরীক্ষার জন্য মেস ভাড়া নিয়ে ঢাকা থাকছি। পরীক্ষাও প্রায় শেষ পর্যায়ে। এমন অবস্থায় স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে আমাদের বিপদে ফেলেছে। এখন কি আমরা আবার বাড়িতে ফিরে যাব? ঢাকায় মেস পাওয়া কত কঠিন এটা প্রশাসনকে কে বোঝাবে? তাছাড়া অনার্স শেষ করার জন্য আর কত দিন অপেক্ষা করবো?

রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান সাংবাদিকদের বলেন, নিউ মার্কেট ঢাকা শহরের একটি ব্যস্ত জায়গা। শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ এটা অবরোধ করে রেখেছে। ইতোমধ্যে তাদের অধ্যক্ষবৃন্দ এসে জানিয়েছেন, তারা বৈঠক করে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। কিন্তু শিক্ষার্থীরা এখনই তা জানতে চান। আমরা তাদের কিছু সময় দিয়েছি। এর মধ্যে তাদের উঠে যেতে অনুরোধ করছি। যদি তারা না উঠে তাহলে প্রয়োজনে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে শক্তি প্রয়োগ করে সরিয়ে দেব।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img