সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

২৭ ফেব্রুয়ারি বোয়ালখালীতে ইসলামী যুবসমাজের মাহফিল; প্রধান মেহমান শায়খ হারুন ইজহার

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম খরন্দ্বীপে চান বক্স সওদাগর বাড়ী ইসলামী যুবসমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, চট্টগ্রামের জামিয়াতুল আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসার নির্বাহী পরিচালক, রাষ্ট্রচিন্তক ও গবেষক শায়েখ মুফতী হারুন ইজহার।

আগামী শনিবার (২৭ফেব্রুয়ারি) খরন্দ্বীপের হাজী তোরাব উদ্দিন জামে মসজিদ সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ডক্টর নুরুল আবছার আল আজহারী।

সম্মেলনে আরো বয়ান করবেন জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ, হাটহাজারী গড়দুয়ারা মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা আব্দুস সমী ও হাটহাজারী খন্দকিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতী নাছরুল্লাহ।

সম্মেলনে একাধিক অধিবেশনে ধারাবাহিক সভাপতিত্ব করবেন বোয়ালখালী খরন্দ্বীপ এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা শাকের উল্লাহ, রাঙ্গুনিয়া বহ্মোত্তর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাদেক উল্লাহ ও মাওলানা ক্বারি তোয়াসিন প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img