বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

টিকা গ্রহণের জন্য ৪১ লাখ নিবন্ধন

২৭ জানুয়ারি টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ৪১ লাখ আট হাজার ১৬৫ জন নিবন্ধন করেছেন। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহিতার সংখ্যা ছিল ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। টিকা প্রাপকদের মধ্যে ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন নারী।

শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা গ্রহণে ৪১ লাখ আট হাজার ১৬৫ জন নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় (ডিজিএইচএস) সূত্রে তথ্যটি নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জনসাধারণের মাঝে ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন। ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে এক হাজার পাঁচটি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা প্রদান করা হয়।

জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img