শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে ঢাকায় ফিলিস্তিন বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে ‘ফিলিস্তিনে স্বাধীনতা ও মানবাধিকার’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ মার্চ) বাদ মাগরিব রাজধানীর ফকিরাপুলস্থ হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালে এই কনফারেন্স শুরু হয়। অনু্ষ্ঠানটি চলে রাত ১০টা পর্যন্ত।

আন্তর্জাতিক কুদস সপ্তাহের বাংলাদেশী এম্বাসাডর মুহাইমিনুল হাসান রিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের  অধ্যাপক জুবাইর মুহাম্মাদ এহসান, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, গার্ডিয়ান পাবলিকেশন্স-এর ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়েছেন ফিলিস্তিন ওলামা পরিষদের আমীর ও আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাস্তবায়ন কমিটির প্রেসিডেন্ট শাইখুল হাদীস আল্লামা ড. নাওয়াফ তাকরুরী।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img