আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, দেশের অভ্যন্তরীণ সংকটগুলো শেষের পথে এবং দায়েশ আফগানিস্তানের ভূখণ্ডের এক ইঞ্চিও নিয়ন্ত্রণ করছে না।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত দোহা চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। এই চুক্তি অনুযায়ী আফগান ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। মাওলানা মুজাহিদ বলেন, “আমেরিকা, তার মিত্র কিংবা অন্য কোনো রাষ্ট্র আফগানিস্তানের পক্ষ থেকে হুমকির সম্মুখীন হয়েছে, এমন কোনো প্রমাণ কেউ উপস্থাপন করতে পারেনি।”
আফগান প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে ইমারাতে ইসলামিয়ার কোনো রাষ্ট্রের সঙ্গে, এমনকি প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও, কোনো সামরিক চুক্তি নেই। তাদের নীতি হলো আফগান ভূখণ্ডকে অন্য কারও বিরুদ্ধে ব্যবহৃত হতে না দেওয়া।
তিনি বলেন, আফগান সেনাবাহিনীকে পুনর্গঠন ও পেশাদার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রতি মাসে শত শত ক্যাডেট সামরিক একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্নাতক হয়ে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে।
মাওলানা মুজাহিদ স্পষ্ট করে জানান, ইমারাতে ইসলামিয়ার আমেরিকা, ন্যাটো, চীন বা রাশিয়ার সঙ্গে কোনো সামরিক সম্পর্ক নেই। তাদের মূল মনোযোগ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততার দিকে, বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে।
তিনি আরও বলেন, “আমাদের সময়সাপেক্ষ কর্মসূচি রয়েছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের পর সেনাদের সেনাবাহিনীর কাতারে অন্তর্ভুক্ত করা হচ্ছে।”
সূত্র : হুরিয়াত রেডিও ও আল জাজিরা