রাজধানীর মুহাম্মাদবাগের কদমতলীস্থ আল কারীম তা’লীমুল কুরআন মাদরাসার উদ্যোগে আল্লামা নূর হুসাইন কাসেমী রহ.- এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ওয়াজ ও দু‘আ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী।
আগামীকাল শনিবার (২০ মার্চ) সকাল ৯ টা হতে মাদরাসা মিলনায়তনে এ আলোচনা সভা ও দু‘আ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভা ও দু‘আ মাহফিলে আরও উপস্থিত থাকবেন মুফতী মাহমুদুল হাসান গাঙ্গুহী রহ.- এর খলীফা মুফতী শফিকুল ইসলাম, জামিয়া ইসহাকীয়া ঢাকার শাইখুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস, বড়কাটারা মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আবুল হুসাইন, বারিধারা মাদরাসার মুহাদ্দীস মুফতী জাবের হুসাইন কাসেমী, জামিয়া ইকরা বাংলাদেশ- এর মুহতামীম মাওলানা সদরুদ্দীন মাকনূন, আল জামিয়াতুল উলূমুল ইসলামিয়া ঢাকার শাইখুল হাদীস মুফতী মুহিবুর রহমান কাসেমী, জামিয়া মাহমুদিয়া ঢাকার মুহতামীম মুফতী সুলতান আহমাদ জাফরী, জামিয়া ইকরা বাংলাদেশ- এর মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী ও বড়কাটারা মাদরাসার মুহতামীম মুফতী সাইফুল ইসলাম।