ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত, বিভিন্ন অজুহাতে ভারতের মুসলমানদের হত্যাকারী এবং ভারতের উচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহণ করে নরেন্দ্র মোদি বিশ্বের মুসলমানদের কাছে ঘৃণিত ও নিন্দিত। এমতবাস্থায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মোদির আগমন মেনে নেয়া যায় না। দেশের সর্বস্তরের জনগণের প্রবল আপত্তি ও বিরোধীতার পরও মোদিকে আমন্ত্রণ জানানো ভাল লক্ষণ নয়। মোদির আমন্ত্রণ বাতিল করে দেশপ্রেমের পরিচয় দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।
আজ পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।