রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

মোদি বিরোধী আন্দোলনে দফায় দফায় হামলা চালাল ছাত্রলীগ

ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে করা প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলনে দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলায় জোটের দশ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে মোদির প্রতীকী কুশপুতুল দাহ করার সময় এই হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে মোদীর আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ছাত্র জোটের নেতাকর্মীরা। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসির পাশে ডাসে আসলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। প্রথম হামলায় জোটের নেতাকর্মীদের কাছ থেকে কুশপুত্তলিকা কেড়ে নিলে তারা মোদির ছবিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফের হামলা চালায় ছাত্রলীগ।

হামলায় কয়েকজন ফটো সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রজোটের একজন নারী কর্মীর মাথা ফেটে রক্তাক্ত অবস্থান দেখা গেছে। পরে ছাত্রজোটের নেতাকর্মীদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img