শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

১৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক নুরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মোহনপুর বিওপি’র হাবিলদার জুয়েল আহমেদের নেতৃত্বে একটি টহলদল দুপুরের দিকে রংপুর সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় টহলদানকালে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।

অপরদিকে, লেঙ্গুড়া বিওপির সুবেদার শাহ্জাহান মৃধা’র নেতৃত্বে একটি টহলদল রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ফুলবাড়ী নামক স্থানে টহল অবস্থায় ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা।

উভয় অভিযানেই বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img