শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

মাওলানা রফিকুল ইসলামের মুক্তি চাইলেন হেফাজত মহাসচিব

শাপলা চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর বাংলাদেশে আগমন বিরোধী আন্দোলন থেকে গ্রেপ্তার হওয়া তরুণ বক্তা মাওলানা রফিকুল ইসলামের মুক্তি চেয়েছেন দেসশের বৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরোধিতা করে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে তরুণ বক্তা মাওলানা রফিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা অনতিবিলম্বে মাওলানা রফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

তিনি বলেন, মোদীর মত ইসলামের শত্রুর আগমনের বিরোধিতা করায় একজন আলেমকে আটক করার ঘটনা কোনভাবেই দেশবাসী মেনে নেবে না। সরকারকে বুঝতে হবে যে, মোদীর আগমনকে কেন্দ্র করে এমনিতেই দেশের মানুষ ক্ষুব্ধ। তার ওপর একজন আলেমকে এভাবে আটক করে অসম্মানজনক ভাবে নিয়ে যাওয়া ঘটনা জনগণের ক্ষোভকে আরো তীব্র করে তুলবে। তাই কালক্ষেপণ না করে মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দেওয়ায় সরকারের জন্য উচিৎ ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img