ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠনের কর্মসূচি শুরু করার আগেই উপস্থিত আন্দোলনকারীদের মারধর করে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ। পেশাগত দায়িত্ব পালনকালে এ ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্ত্বরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত আবিদ হাসান রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাংলাদেশের জনগণ’ নামে একটি সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ‘জেরাফত’ নামে একটি কর্মসূচি শুরুর আগেই উপস্থিত আন্দোলনকারীদের মারধর করে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ। এ ঘটনার ভিডিও ধারণকালে সাংবাদিক পরিচয় সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা ট্রিবিউনের ওই সাংবাদিকের ওপর হামলা করে। এ হামলা নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি উৎপল দাস।