জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেইটে জুম’আর নামাজ আদায় করার পর ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মুসল্লীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। পরে মুসল্লীদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তারা। এসময় নামাজের পূর্বেই পজিশনে থাকা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা পুলিশের সাথে মুসল্লীদের বিরুদ্ধে অ্যাকশণে গিয়ে রণক্ষেত্র তৈরি করে।
শুক্রবার (২৬ মার্চ) জুম’আর নামাজের পর এ বিক্ষোভ মিছিল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, জুম’আর নামাজ শেষে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ বের করার চেষ্টা করে মুসল্লীরা। এসময় পুলিশ বাধা দিলে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও মুসল্লিদের দিকে ইটপাটকেল ছুুড়তে থাকে।
এতে মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তুলে। পরে পুলিশ মুসল্লিদের ওপর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।