শনিবার, মে ১০, ২০২৫

লালবাগ ও ইসলামবাগ মাদরাসা থেকে কুরবানির ছুরি নিয়ে গেল পুলিশ

spot_imgspot_img

রাজধানীর পুরান ঢাকার দুটি মাদরাসা থেকে কোরবানির পশু জবাইয়ের কা‌জে ব্যবহৃত ৬০৩টি ছু‌রি পুলিশ নিয়ে গেছে। লালবাগ জা‌মেয়া কোরআনিয়া আরা‌বিয়া মাদরাসা থেকে ৪২৭টি ও চকবাজারের ইসলামবাগ জা‌মেয়া ইসলামিয়া মাদরাসা থে‌কে ১৭৬টি কুরবানির ছু‌রি নিয়ে যায়।

বৃহস্প‌তিবার (১ এপ্রিল) রাতে মাদরাসা থেকে কুরবানির পশু জবাইয়ের ছুরি নিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে হেফাজ‌তের কেন্দ্রীয় সহকারী মহাস‌চিব ও লালবাগের জা‌মেয়া কোরআনিয়া আরা‌বিয়া মাদরাসার শিক্ষক মাওলানা জ‌সিম উদ্দিন সংবাদমাধ্যমকে ব‌লেন, পু‌লিশ সাদা কাগ‌জে সই নি‌য়ে কুরবানির কা‌জে ব্যবহৃত ছু‌রিগুলো তা‌দের জিম্মায় নি‌য়ে গে‌ছে। আগামী কুরবানির সময় ছুরিগুলো তার ফেরত দেবে বলে জানিয়েছেন।

ডিএম‌পির লালবাগ বিভা‌গের উপপু‌লিশ ক‌মিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘নিরাপত্তার’ স্বা‌র্থে ছু‌রিগু‌লো পু‌লি‌শের জিম্মায় নেওয়া হ‌য়ে‌ছে। কুরবানির ঈদের আগে এসব ছুরি মাদরসা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img