শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ; উপচে পড়া ভীড় বাস টার্মিনালেও

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে জারি করা লকডাউনের ফলে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এছাড়াও অতিরিক্ত বাজার মজুদের জন্যও জনসাধারণকে ভীড় জমাতে দেখা গেছে। লকডাউনের পূর্ব মূহুর্তে এমন উপচে পড়া ভীড়ে সংক্রমণ আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) দুপুরের পর থেকেই ধীরে ধীরে চাপ বাড়তে থাকে বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে।

এক যাত্রী জানান, সোমবার থেকে লকডাউনের খবর শুনেই সদরঘাটে ছুটে এসেছেন তিন।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে সরকারের জারি করা লকডাউনের সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img