শুক্রবার, মে ৯, ২০২৫

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও ভয়াবহ রকেট হামলা

spot_imgspot_img

ইরাকে অবাস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আবারও একাধিক রকেট হামলা করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) ইরাকের বালাদ এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।

আমেরিকার ঘাটিতে কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। তবে এ হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী।

ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।

ইরাকের রাজধানী থেকে ৮০ কিলোমিটার উত্তরে পল্লী এলাকায় বালাক মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত।

গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে এ ঘাঁটিতে। এ ছাড়া গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হন।

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে এ ধরনের হামলা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img