সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

অশ্লীলতা ও নির্লজ্জতার কারণে ধর্ষণ এবং বিয়ে বিচ্ছেদ বাড়ছে: ইমরান খান

অশ্লীলতা ও নির্লজ্জতার কারণে ধর্ষণ এবং বিয়ে বিচ্ছেদ বাড়ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, অশ্লীলতার কারণে সমাজে ধর্ষন বাড়ছে। সমাজে নির্লজ্জতার কারণে আজকাল বিয়ে-বিচ্ছেদের হার ৭০ শতাংশ বেড়ে গেছে। এজন্য ইসলামে পর্দার বিধান রয়েছে। ইসলামে পর্দার বিধানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রলোভনকে আটকে রাখা।

রোববার (৪ এপ্রিল) জনগণের সাথে ফোনকলে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইমরান খান বলেন, ধর্ষণ ও যৌন সহিংসতার যতগুলো ঘটনা গণমাধ্যমে আসে, সেগুলো প্রকৃত সংখ্যার এক শতাংশ মাত্র।

জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেন, কিছু লড়াইয়ে সরকার ও আইন একা জিততে পারে না। সেখানে সমাজেরও অংশগ্রহণ দরকার।

‘ফাহশি’ (অশ্লীলতা) থেকে নিজেদের রক্ষা করা সমাজের জন্যেও গুরুত্বপূর্ণ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img