মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিসি

মিশরের মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজ্জাত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির স্বৈরশাসক ও বিশ্বাসঘাত আব্দেল ফাত্তাহ আল সিসির একটি আদালত। এর কয়েক মাস আগে রাজধানী কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে সিসির সৈন্যবাহিনী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমীন এর শীর্ষ এ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান শহীদ প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি রহ.-কে অবৈধভাবে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করার সময় ব্রাদারহুড সদর দপ্তরের বাইরে সমর্থক সাথে বিশ্বাসঘাতক সিসির সেনাদের সংঘর্ষে অস্ত্র সরবরাহের দায়ে মাহমুদ ইজ্জাতের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এবং একারণেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে বিশ্বাসঘাতক সিসির আদালত জানিয়েছে।

এছাড়াও একই মামলায় ইখওয়ানুল মুসলিমীন এর আরও অনেক নেতাকেও একই সাজা দেওয়া হয়েছে।

এর আগে মুসলিম নেতা মাহমুদ ইজ্জাতকে গ্রেপ্তারের পর ইখওয়ানুল মুসলিমীন তাঁকে মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানো হচ্ছে বলে জানিয়েছে।

মিশরের মুসলিমদের এ দলটির সাবেক নেতা মুহাম্মাদ বাদায়ির সাবেক সহকারীদের মধ্যে মাহমুদ ইজ্জাত বেশ প্রভাবশালী ছিলেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img