শুক্রবার, মে ৯, ২০২৫

ভোট চাইতে এলে বিজেপির মুখে ঝামা ঘষে দিতে বললেন মমতা ব্যানার্জি

spot_imgspot_img

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপি ভোট চাইতে আসলে ওদের মুখে ঝামা ঘষে দিন। ওদের লজ্জা করে না, এতই যখন ভোট পাবে বলে দাবি করছে, তা হলে রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করছে কেন? মোদি ও অমিত শাহদের ডেলি প্যাসেঞ্জারি কোন কাজে আসবে না। যা ভোট হয়েছে, তাতে তৃণমূলই এগিয়ে।

সোমবার (১২ এপ্রিল) হাসনাবাদে নির্বাচনী জনসভায় মমতা ব্যানার্জি এসব কথা বলেন।

তিনি বলেন , আমরাও ছেড়ে কথা বলব না! হয় এসপার নয়তো ওসপার! গুলির বদলে একটা করে ভোট দিন, দেখব কী করে ওরা দিল্লিতে থাকে। আগে বাংলায়, পরে দিল্লিতে খেলা হবে!

তিনি আরো বলেন, মানুষ মরে গেলে হিন্দু-মুসলিম হয়, না মানুষের রক্তে হিন্দু-মুসলিম হয়? এরা পারে না, এমন কাজ নেই। আপনারা ইতোমধ্যে দেখেছেন, ওদের একজন নারী এমপি, তিনি কী করছিলেন, নিজের গাড়ি নিজেই ভাঙছিলেন। যারা গুলি চালাচ্ছে, তারা তো‌ মাত্র একদিন থাকবে। আমরা তিনশো ৩৬৫ দিন থাকব‌। তখন দেখে নেব।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img