সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

হঠাৎ করে আফগানিস্তানে গিয়ে সেনাদের সাথে সাক্ষাত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে বলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে আফগানিস্তান সফরে গিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

কাবুল সফরে গিয়ে অ্যান্টনি ব্লিংকেন মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের নেতাদেরকে এই কথাই বলেছেন যে, সেখান থেকে শিগগিরি সেনা প্রত্যাহার শুরু হবে এবং তা শেষ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ।

আমেরিকার মদদপুষ্ট কাবুলের আশরাফ ঘানি ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন বলেন, অংশীদারিত্ব পরিবর্তন হচ্ছে তবে অংশীদারিত্ব ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ।

ব্লিংকেনের সঙ্গে বৈঠকে আশরাফ ঘানি বলেন, আমরা আপনাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই এবং আমাদের অগ্রাধিকারের সঙ্গে সমন্বয় করে নিচ্ছি।

আফগানিস্তানে মোতায়েন একদল মার্কিন সেনা সদস্যের সাথে সাক্ষাত করেছেন অ্যান্টনি ব্লিংকেন।

সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ও আপনাদের পূর্বসূরীরা গত ২০ বছরে ধরে যা করেছেন তা সত্যিই অসাধারণ কাজ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img