শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

বরিশালে তিন সন্তানসহ মায়ের ইসলাম গ্রহণ

বরিশালের বানারীপাড়ায় ইসলামের প্রতি অনুরক্ত হয়ে এক বিধবা নারী তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে তার আরেক সন্তানও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের আবাসনে বসবাসরত প্রয়াত সতিশ চন্দ্র বৈদ্য’র স্ত্রী গিতা রানী বৈদ্য (৪০) তার তিন সন্তান নিয়ে সম্প্রতি বরিশালে নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামায় নিজের নাম গিতা রানীর পরিবর্তে মুন্নি বেগম, মেয়ে সাথী বৈদ্য’র নাম পরিবর্তন করে সাথী আক্তার, ছেলে সৌরভ বৈদ্য’র নাম শুভ হাওলাদার ও সবুজ বৈদ্য’র নাম আরিফ আহমেদ রাখা হয়।

ধর্মান্তরিত মুন্নী বেগম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত বলেন, আমি স্ব-ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তাছাড়া কয়েক বছর আগে আমার বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। আমরা পরিবারের পাঁচজনই এখন মুসলমান।

তিনি বলেন, ইসলাম ধর্মের প্রতি আমার ভালোবাসা জন্ম নেয়, আর সেই ভালোবাসা এবং বিশ্বাস থেকেই ইসলাম ধর্ম
গ্রহণ করেছি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img