শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

উচ্চ কক্ষে পিআরসহ ৬দফা দাবিতে চট্টগ্রামে খেলাফত মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত

জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চ কক্ষে পিআর ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬দফা দাবিতে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বায়তুশ শরফ মসজিদের সামনে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ সমাবেশে।

মিছিলপূর্ব সমাবেশে বক্তাগণ বলেন, অতি দ্রুত জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করে তা কার্যকর করতে আইনী ভিত্তি প্রদান করতে হবে এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

বক্তরা আরও বলেন,আমরা লক্ষ্য করছি যে, অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশার বিপরীতে গিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী দীর্ঘ দিনের।

বক্তারা সরকারকে হুশিয়ার করে বলেন, অবিলম্বে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, বিচার কার্যক্রম দৃশ্যমান, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খেলাফত মজলিসের মহানগর সভাপতি অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী ডা: এম ছিদ্দিকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এড. শায়খুল ইসলাম, নগর শাখার সহসভাপতি মাওলানা জালাল উদ্দীন ও মুহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল ফয়সাল, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ ইয়াহিয়া, বন্দর থানা শাখা সভাপতি কারি ছগীর আহমদ সাইফী, ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম ও মুহাম্মদ মাঈনুদ্দীন প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img