শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

গান শুনতে নিষেধ করায় মাওলানাকে খুন করল এক কিশোর

মাওলানা নুরুল হক যোহরের নামাজ আদায় করতে যাওয়ার সময় একদল উশৃঙ্খল ছেলের সাথে গাছ তলায় বসে গান শুনতে দেখেন মুহাম্মাদ জাবের নামের এক কিশোরকে। যা দেখে ওই মাওলানা তাকে গান শুনতে নিষেধ করে এবং নামাজ আদায়ের আহ্বান করে। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এসময় ঘটনার এক পর্যায়ে ওই কিশোর ‘এক টাকার মোল্লা’ বলে মাওলানাকে কিল-ঘুষি মারে। আর এতেই মৃত্যু হয় মাওলানার।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা শিবিরে এই অমানবিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোর মোহাম্মদ জাবের ও নিহত মাওলানা রোহিঙ্গা শিবিরের এ/৩ ব্লকের বাসিন্দা।

জানা গেছে, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। রোহিঙ্গা শিবিরে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img