স্বপ্রণোদিত গুপ্তচরদের জন্য বিশেষ পোর্টাল চালু করছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সিক্স (MI6)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একথা জানানো হয়।
এবিষয়ে দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ‘MI6’ ডার্ক ওয়েবে একটি পোর্টাল চালু করতে চলেছে, যার মাধ্যমে স্বপ্রণোদিত গুপ্তচর বা তথ্যদাতাদের নিয়োগ করা হবে এবং রাশিয়া সহ বিশ্বজুড়ে নিয়োগপ্রাপ্ত এজেন্টদের কাছ থেকে নিরাপদে গোপন তথ্য গ্রহণ করা হবে।
আরো জানানো হয় যে, ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস MI6 আজ আনুষ্ঠানিকভাবে ‘সাইলেন্ট কুরিয়ার’ নামক নিরাপদ মেসেজিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিবে। এর লক্ষ্য হলো, বিশ্বের যে কোনো স্থান থেকে যেনো যে কেউ নিরাপদে যুক্তরাজ্যের গুপ্তচর সংস্থার সাথে যোগাযোগ করতে পারে। ডার্ক ওয়েবের গোপনীয়তার সুবিধাকে কাজে লাগানো, যা প্রায়শই অপরাধীরা ব্যবহার করে।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে, পোর্টালটির মাধ্যমে এর ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো অবৈধ কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিরাপদে জানাতে পারবেন। অথবা তাদের নিজস্ব গোয়েন্দা পরিষেবাও প্রদান করতে পারবেন।
চলতি মাসের শেষ দিকে বিদায় নিতে যাওয়া MI6 প্রধান স্যার রিচার্ড মুর যিনি ‘ব্লেইস মেট্রেভেলির’ কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, আজ ইস্তাম্বুলে আনুষ্ঠানিকভাবে ওয়েব পোর্টালটি চালু করবেন।
পোর্টাল উদ্বোধন প্রসঙ্গে এই ব্রিটিশ গোয়েন্দা প্রধান বলেন, “যাদের কাছে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বা শত্রুতাপূর্ণ রাষ্ট্রীয় গোয়েন্দা কার্যকলাপ সম্পর্কে সংবেদনশীল তথ্য রয়েছে আমরা তাদেরকে আমাদের পোর্টাল ব্যবহার করে MI6-এর সাথে নিরাপদে অনলাইনে যোগাযোগ করার আহবান জানাচ্ছি। আমাদের ভার্চুয়াল দরজা এখন থেকে সবার জন্য উন্মুক্ত।
তিনি আরো বলেন, পোর্টালটি কীভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশাবলী MI6 এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে সর্বজনীনভাবে উপলব্ধ থাকবে।
পোর্টালটির অ্যাক্সেস পেতে এর ব্যবহারকারীদেরকে বিশেষ ভিপিএন এবং নিজেদের ব্যক্তিগত সংশ্লিষ্টতা বা লিঙ্কযুক্ত নেই এমন ডিভাইস ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।
ব্রিটেনের নতুন পররাষ্ট্র সচিব ইভেট কুপার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কায়ার স্টারমার কর্তৃক বর্ণিত একটি জাতীয় পুনরুজ্জীবন পরিকল্পনার কথা উল্লেখ করে ডার্ক ওয়েব পোর্টাল চালুর ব্যাপারে বলেন যে, জাতীয় নিরাপত্তা যেকোনো সরকারের প্রথম কর্তব্য এবং প্রধানমন্ত্রীর পরিবর্তন পরিকল্পনার ভিত্তি।
তিনি আরো বলেন, বিশ্ব যখন পরিবর্তিত হচ্ছে এবং আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তা বৃদ্ধি পাচ্ছে, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, যুক্তরাজ্য যেনো সর্বদা তার প্রতিপক্ষদের থেকে এক ধাপ এগিয়ে থাকে।
এখন আমরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রচেষ্টাকে আরো জোরদার করছি, যাতে MI6 যুক্তরাজ্যের জন্য রাশিয়া সহ বিশ্বজুড়ে নতুন গুপ্তচর নিয়োগ করতে পারে এবং তাদের কাছ থেকে অনায়াসে তথ্য সংগ্রহ করতে পারে।
সূত্র: আল জাজিরা