বৃহস্পতিবার | ৬ নভেম্বর | ২০২৫

বাইডেন এর দাবি; প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনিয়ায় ‘গণহত্যা’ চালিয়েছিলো তুরস্ক

উসমানী খেলাফত আমলে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে তুরস্ক আর্মেনিয়ায় ‘গণহত্যা’ চালিয়েছিলো বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার (২৪ এপ্রিল) বিবৃতিতে দীর্ঘ এক শতাব্দী পরে আমেরিকার এই প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এমন দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, প্রতিবছর অটোমান যুগে (উসমানী খেলাফত আমলে) আর্মেনীয় ‘গণহত্যায়’ নিহতদের স্মরণ করে আমেরিকা। ১০৬ বছর আগের সহিংসতার যেনো পুনরাবৃত্তি না ঘটে সেটাই প্রত্যাশা।

তবে তাৎক্ষণিকভাবে আমেরিকার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু টুইটবার্তায় বলেন, জনতাকে তুষ্ট করতেই এ ঘোষণা। হুঁশিয়ারি দেন, অতীতের ব্যাপারে অন্য কারো কাছ থেকে শিক্ষা নিবে না তুরস্ক।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img