সোমবার | ১২ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি খালি করার কাজ শুরু হয়েছে: আমেরিকা

আফগানিস্তানে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো খালি করার কাজ শুরু হয়ে বলে জানিয়েছেন দেশটিতে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার।

তিনি বলেন, কয়েকটি সামরিক ঘাঁটি খালি করার কাজ চলছে, এরই অংশ হিসেবে নানা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন সেনারা চলে যাওয়ার পর এসব ঘাঁটির নিয়ন্ত্রণ নেবে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার।

গত বছর তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে বলে আসছিল ১ মে’র সময়সীমা পূরণ করা কঠিন হবে।

পরে তালেবানের সাথে চুক্তিকে উপেক্ষা করে আগামী ১১ সেপ্টেম্বর সেনা প্রত্যাহারের ডেডলাইন নির্ধারণ করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ