মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

মক্কা নগরীতে প্রতিদিন ১০ হাজার রোজাদারকে বিনামূল্যে ইফতার বিতরণ

সৌদি আরবে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন কর্তৃক প্রথম ১৫ রোজায় পবিত্র মক্কা নগরীতে প্রায় সাড়ে ১১ হাজার রোজাদার ব্যক্তিকে বিনামূল্যে ইফতার ও রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে । এ হিসাবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষকে ইফতার খাইয়েছে এ সংগঠনটি।

পবিত্র নগরীতে বসবাস করা শিক্ষার্থী, বিদেশি কর্মী এবং অভাবগ্রস্তদের মধ্যে এ খাবার সরবরাহ করা হচ্ছে।

সংস্থাটির পরিচালক আহমেদ আল-মাতরাফি জানিয়েছেন, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাসিন্দারা মক্কা নগরীর ২৫টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ইফতার ও রান্না করা গরম খাবার। মূলত পরিবার-পরিজনকে ছেড়ে যেসব মানুষ পবিত্র মক্কায় একা বসবাস করেন, তাদের সেবা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির পরিচালক।

এ জন্য তাদের ৪৭টি গাড়ি প্রতিদিন এ সেবায় নিয়োজিত। এসব গাড়িতে আছে খাবার গরম করার ওভেন এবং পানি ও জুস ঠাণ্ডা রাখার জন্য ফ্রিজ। প্রতিদিন ইফতারির আগে এসব গাড়িতে করে স্বেচ্ছসেবীরা বাড়ি বাড়ি গিয়ে পানি, জুস, খেজুর ও সৌদি আরবের ঐতিহ্যবাহী রান্না করা খাবার দিয়ে আসছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img