শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

প্লে স্টোরে কমেছে ফেসবুকের রেটিং

সম্প্রতি ফেসবুকের রেটিং পয়েন্ট হঠাৎ করেই নিচে নেমে গেছে। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় অসহায় ফিলিস্তিনিদের শহিদ হওয়ার পর থেকে গুগল প্লে স্টোরে ফেসবুকের রেটিংসয়ের ব্যাপক পতন হয়। রেটিং পয়েন্ট আরো কমবে বলেও ধারণা করা হচ্চে।

মূলত গাজা নিয়ে ফেসবুক কতৃপক্ষকে দখলদার ইসরাইলের পক্ষে ভূমিকা রাখতে দেখা যায়। এরপর থেকেই অ্যাপটির এমন দশা হয়। ফিলিস্তিনিদের পক্ষে পোস্ট করায় প্রোফাইল বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে ফেইসবুকের বিরুদ্ধে।

জানা যায়, প্লে-স্টোরে ফেসবুকের রেটিং ৪ থেকে কমে ২ দশমিক ৬-এ নেমে এসেছে। জানা যায়, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ব্যবহারকারীরা অ্যাপটিকে গণহারে ‘১ স্টার’ দিয়ে সার্বিক রেটিংস কমিয়ে ২-এর ঘরে এনেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img