মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

দাঁতের চিকিৎসায় লবঙ্গের উপকারিতা

প্রাকৃতিক চিকিৎসার অকৃত্রিমতা ও পার্শ্বপ্রতিক্রিয়া কম থাকায় এখনো প্রচুর মানুষ প্রাকৃতিক চিকিৎসা নিয়ে থাকেন। গাছ, লতাপাতা ও ফলমূল যেমন দেহের সক্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি খাবার প্রস্তুতে ব্যবহৃত মসলাও খুবই উপকারী আমাদের দেহের জন্য। তেমনি একটি মসলা লবঙ্গ। লবঙ্গের গুণাগুণ শুধু রান্নাতেই নয়, তার বাইরেও আছে। সুস্বাস্থ্যে লবঙ্গ নানাভাবে আমাদের উপকারে আসে। যেমন:

১। দাঁতের যন্ত্রণায় কষ্ট পেলে লবঙ্গ চিবিয়ে খেলে যন্ত্রণা কমবে।

২। লবঙ্গ মুখে রাখলে বা জলের সঙ্গে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে আপনার বমি বমি ভাব দূর হবে।
৩। হাল্কা গরম পানিতে ১০ ফোঁটা লবঙ্গ তেল ও মধু যোগ করে, সেটা খেয়ে নিন। ভাইরাল ফিভারে কাজে দেবে।

৪। মানসিক চাপ দূর করে লবঙ্গ। পঞ্চ ইন্দ্রিয়কে শিথিল রাখতে সাহায্য করে। লবঙ্গের সঙ্গে তুলসি পাতা, পুদিনা পাতা ও দারচিনি মিশিয়ে আপনি ফ্লেভার্ড চা তৈরি করতে পারেন।

৫। সর্দি, কাশিতে লবঙ্গ খেলে আরাম পাওয়া যায়। কফ দূর হয়। নিঃশ্বাসে বাজে দুর্গন্ধও দূর হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img