ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
রোববার (২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেন।
দুদক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এদিন মামলা তিনটিতে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। ছয়জন সাক্ষী আদালতে হাজির হন। এর মধ্যে এক মামলায় তিনজন, বাকি দুই মামলায় চারজন করে সাক্ষ্য দিয়েছেন। ঘুরেফিরে তিন মামলায় তারা ১১ জনের সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষীরা হলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি, গাজীপুরের কালিগঞ্জের সাবেক সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, গুলশানের সাবেক সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম, কর আইনজীবী হানিফ দিহিদার, কর অঞ্চল ১০ এর অফিস সহায়ক আবদুর রহিম এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের মোটর ক্লিনার উজ্জ্বল হোসেন।









