শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

সন্দ্বীপে নিম্নাঞ্চল প্লাবিত; সরিয়ে নেওয়া হলো হাজারো পরিবার

প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের উপকূলীয় অংশ এরই মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জোয়ারে সাগরের পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে বেশকিছু নিম্নাঞ্চল।

এদিকে মঙ্গলবার (২৫ মে) দুপুরের আগেই উপজেলার মধ্যে বেড়িবাঁধের বাইরে থাকা হাজারখানেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ইতোমধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া গবাদিপশু নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৬ নম্বর কালাপানিয়া ইউনিয়ন, ১৬ নম্বর সারিকাইত ইউনিয়ন, ৫ নম্বর দীর্ঘাপাড় ইউনিয়ন ও ১৮ নম্বর হারামানিয়া ইউনিয়নের বেশকিছু এলাকা বেড়িবাঁধের বাইরে ছিল। ওই এলাকায় বসবাসরত হাজারখানেক পরিবারকে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ আছে এরকম এলাকায় স্থানান্তর করা হয়েছে। এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img