শনিবার | ১ নভেম্বর | ২০২৫

আ’লীগ ৫০ বছর ঝটিকা মিছিল করলেও কোনো লাভ হবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ যে টাকা বিদেশে পাচার করেছে, এখন সেই টাকা খরচ করছে। এতে করে কিছু লোক সঙ্ঘবদ্ধ হয়ে তিন সেকেন্ডের ভিডিও করে তাদের নেতাদের খুশি করলে অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয়। আওয়ামী লীগ এভাবে আরো ৫০ বছর মিছিল করলেও কোনো লাভ হবে না।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য রেজাওয়ানুল হক ও প্রক্টর এ এফ এম মোহাম্মদ আরিফুর রহমান।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে। কোনো শক্তি নেই, এটাকে পেছানোর।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img