অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সৈন্যরা। শুক্রবার পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইসরাইলি সৈনরা তাকে গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, নাবলুসের কাছে বেইতা গ্রামে বিক্ষোভের সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে ২৮ বছর বয়সী জাকারিয়া হামায়েল নামের এই বিক্ষোভকারী শহীদ হন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের তথ্য অনুসারে, বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে ২৩ বিক্ষোভকারী আহত হয়েছেন। এর মধ্যে ১০ বিক্ষোভকারী তাজা গুলির আঘাতে আহত হন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলি বর্ষণের বিষয়ে তারা তদন্ত করবেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বেইতা গ্রামের বাইরে জাবাল সাবিহ পাহাড়ে ইসরাইলি বসতি স্থাপনের প্রতিবাদে ওই স্থানে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন।
ওয়াফার খবরে বলা হয়, ইসরাইলি বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাজা গুলি, রাবারযুক্ত ধাতব গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
গত ১০ মে থেকে গাজায় ইসরাইলের আগ্রাসন চলাকালে অধিকৃত পশ্চিম তীরে গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনিদের বিক্ষোভে এই পর্যন্ত অন্তত ২৫ জন শহীদ হয়েছেন।
ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয়। ১৯৯৩ সালে অসলো চুক্তির অধীনে পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ইসরাইল স্বীকৃতি দিলেও অঞ্চলটি এখনো ইসরাইলি অবৈধ ভাবে নিয়ন্ত্রণ করছে।
সূত্র : মিডল ইস্ট আই