শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

কানাডায় মুসলিম হওয়ায় একই পরিবারের ৪ জনকে ট্রাকচাপায় হত্যা

কানাডায় মুসলিম হওয়ায় একই পরিবারের চার সদস্যকে ট্রাকচাপায় হত্যা করল ন্যাথানিয়েল ভেল্টম্যান (২০) নামে এক ইসলামবিদ্বেষী চালক। এ নৃশংস হামলায় মুসলিম পরিবারটির ৯ বছরের আরেক শিশুও গুরুতর আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (৭ জুন) কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে মুসলিম পরিবারটির সদস্যরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ হতাহতদের নাম প্রকাশ করেনি। নিহতদের মধ্যে আছেন ৭৪ বছরের এক বৃদ্ধা, ৪৬ বছরের এক পুরুষ, ৪৪ বছরের এক নারী এবং ১৫ বছরের একটি কিশোরী।

এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারের পর ওই ইসলামবিদ্বেষী চালক পুলিশের কাছে স্বীকার করে, মুসলিম বলেই তাদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে লন্ডনের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর পল ওয়েট বলেন, আমাদের কাছে প্রমাণ আছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img