বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর | ২০২৫

রিয়াদ থেকে দোহা উচ্চগতির রেল চালু করছে সৌদি-কাতার

সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কাতারের রাজধানী দোহাকে সংযুক্ত উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই প্রতিবেশী দেশ। ইতোমধ্যে এ বিষয়ক একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র মধ্যে।

সোমবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, দু’দেশের মধ্যে প্রস্তাবিত যে ট্রেনটি চলবে, সেটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। সেই হিসেবে এই ট্রেনে মাত্র ২ ঘণ্টায় রিয়াদ থেকে দোহা কিংবা দোহা থেকে রিয়াদ পৌঁছাতে পারবেন যাত্রীরা। আকাশ পথে রিয়াদ ও দোহার মধ্যকার দূরত্ব ৯০ মিনিটের।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে এসপিএ জানিয়েছে, এ রেল নেটওয়ার্ক স্থাপন ও চালু হতে সময় লাগবে ৬ বছর। আপাতত রিয়াদ-দোহা রুটে চলাচল করলেও পরে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে দুই সৌদি শহর আল হোফুফ এবং দাম্মামকেও। রেল নেটওয়ার্ক চালুর পর প্রতিবছর দুই দেশের অন্তত ১০ লাখ যাত্রী উপকৃত হবেন বলে আমা করা হচ্ছে।

নতুন এই চুক্তি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। ২০১৭ সালে কাতারের সঙ্গে সৌদির ব্যাপক বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরে দোহার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছিল সৌদি।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২১ সালে দুই দেশের মধ্যেকার শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই বছরই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে সৌদি ও কাতার।

এই সম্পর্ককে আরও দৃঢ় ভিত্তি দেয় দোহায় মোহাম্মদ বিন সালমানের সফর। ২০২১ সালে কাতারে নিজের প্রথম সফরে গিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স।

সূত্র : আলজাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img