সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত একশত। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে রেইতি এবং উবাউরো অঞ্চলের মাঝামাঝি এলাকায় মিল্লাত এক্সেপ্রেস এবং স্যার সৈয়দ এক্সেপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ৬ থেকে ৮টি বগি। ট্রেন দুটিতে এক হাজারের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সূত্র: ডন

spot_img
spot_img

এই বিভাগের

spot_img