রবিবার | ১৯ অক্টোবর | ২০২৫

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান ও আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান।

আজ রোববার (১০ অক্টোবর) কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

গতকাল শনিবার দোহাতে যান পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এ আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্কও।

এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার।

২০২১ সালে আফগানিস্তানে ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img