বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

আজারবাইজানের সেই এলাকা ঘুরে এলেন এরদোগান

আজারবাইজানের শুশা শহরে ভ্রমণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার (১৫ জুন) তিনি নাগোরনো-কারাবাখ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর শুশায় ভ্রমণ করেন।

গতবছরের নভেম্বর মাসে আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজান শুশা শহরটি পুনর্দখল করে। শহরটি সংস্কৃতি ও কৌশলগত দিক দিয়ে উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। নাগোর্নো-কারাবাখের সবচেয়ে বড় শহর স্টেপানাকের্ত থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শুশা।

গত বছর আজারবাইজান বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। ৪৩ দিন যুদ্ধে শেষে রাশিয়ার মধ্যস্থতায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত উভয় দেশ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া শুশা শহরকে আজারবাইজানের কাছে তুলে দেয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img