বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তাইয়্যেবার শীর্ষ কমান্ডারসহ ৩ জন নিহত

দখলকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন স্বাধীনতাকামী নিহত হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় গতকাল (রোববার) দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে লস্কর-ই-তাইয়্যেবার এক শীর্ষ কমান্ডারসহ ওই তিনজন নিহত হন। নিহত কমান্ডারের নাম মুদাচ্ছির পণ্ডিত।

কমান্ডার মুদাচ্ছির সম্প্রতি ৩ পুলিশ সদস্য ও ২ কাউন্সিলরের হত্যার সাথে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন কাশ্মীরের ভারতীয় পুলিশের আইজি বিজয় কুমার।

নিহত বাকি দুজনের মধ্যে আসরার ওরফে আব্দুল্লাহ নামে একজন পাকিস্তানি রয়েছে বলেও দাবি বিজয় কুমারের।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, সোপোরের গান্ড বার্থে স্বাধীনতাকামীদের তৎপরতার কথা জানতে পেরে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান সমন্বিত যৌথবাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এসময় কথতি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এর আগে গত ১৬ জুন শ্রীনগরে একটি সংঘর্ষে একজন স্বাধীনতাকামী নিহত হয়েছিলেন। সোপিয়ানের বাসিন্দা নিহত ওই ওই স্বাধীনতাকামীর নাম উজায়ের আশরাফ দার। ভারতীয় বাহিনী সেসময়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং দুটি গ্রেনেড উদ্ধার করেছিল। উপত্যকায় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, গত ১০ এপ্রিল সোপোরে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত হয়েছিল। এর একদিনে আগে সোপিয়ানের হাদিপোরায় ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ স্বাধীনতাকামী নিহত হন।

সূত্র : পার্সটুডে

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img