অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কুসরা গ্রামে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নিহত মোহাম্মদ ফরিদ হাসান ২০ বছর বয়সী তরুণ। তিনি কুসরা গ্রামের বাসিন্দা।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত খবরে বলা হয়, ওই গ্রামের কাছাকাছি ইসরাইলি বসতি থেকে বসতি স্থাপনকারীরা এসে তাণ্ডব চালায়। ইসরাইলি সৈন্যরা এই সময় বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। স্থানীয় ফিলিস্তিনিরা এই তাণ্ডব প্রতিরোধে দাঁড়ালে ইসরাইলি সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এই সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ফরিদ হাসান নিহত হন।
সূত্র : আল-আরাবিয়া