হিন্দুত্ববাদী সরকারই অপরাধীদের প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছেন ভারতের সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদ উদ্দিন ওয়েসি।
সোমবার (৫ জুলাই) ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবতের ‘গরু রক্ষার নামে মুসলিমদের হত্যাকারীরা হিন্দু নয়’ এমন বক্তব্যের জেরে টুইট বার্তায় এ কথা বলেন ওয়েসি।
‘যে বা যারা গো-রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে কাউকে আক্রমণ করছেন, তারা হিন্দুত্বের বিরোধী’- উগ্র হিন্দুত্ববাদী চিন্তা-চেতনার ধারক-বাহক আরএসএস প্রধানের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওয়েসি বলেন, এই ধরনের অপরাধীরা গরু ও মহিষের পার্থক্য করতে না পারলেও, কারোর নাম দেখেই তাদের ওপর হামলা চালাতে পারে।
ওয়েসি আরও বলেন, এই ধরনের অপরাধীরা গরু এবং মহিষের পার্থক্য জানে না। এদের খুন করার সময় জুনাইদ, আখলাখ, পেহলু, আলিম উদ্দিন নামগুলো দেখলেই হলো। এই হিংসা হিন্দুত্বের জন্যই ছড়িয়েছে। এই অপরাধীদের হিন্দুত্ববাদী সরকারই আশ্রয় দিয়েছে।
ভারতে মুসলিমদের ওপর গণপিটুনির ঘটনার জন্য হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস সমর্থিত বিজেপি সরকারের প্রধান মোদিকে দায়ী করেন ওয়েসি।
সূত্র: সংবাদ প্রতিদিন












