শুক্রবার, মে ৯, ২০২৫

‘সমস্ত অস্ত্র মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মোতায়েন করতে হবে’

spot_imgspot_img

শিয়াপন্থী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার আবু আলী আল-আসকারি বলেছেন, তাদের সমস্ত অস্ত্র ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মোতায়েন করা হবে। ইরাকে মার্কিন বাহিনীর অব্যাহত উপস্থিতির বিরুদ্ধে লড়াই করতে তার সংগঠন অস্ত্রের প্রস্তুতি নিয়েছে। বিবৃতিতে তিনি সংগঠনের সমস্ত যোদ্ধাকে তাদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে এবং এসমস্ত অস্ত্র ইরাকে মোতায়েন সামরিক বাহিনী, তাদের ঘাটতি ও ইরাকে আমেরিকার বিভিন্ন স্বার্থের দিকে তা করতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে শিয়াপন্থী গ্রুপটির এই কমান্ডার এসব কথা বলেন।

তিনি বলেন, ইরাকের সমস্ত শক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে যাতে শত্রুর কোনকিছু তাদের আওতার বাইরে না যায়। রাজনৈতিক তৎপরতার মাধ্যমে ইরাকের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলেই শুধুমাত্র তারা নিরাপদ থাকতে পারে।

ইরাকি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে শিয়া নেতা আলী আল-আসকারি বলেন, ইহুদীবাদী ইসরাইলের লোকজন প্রায়ই ইরাকে মার্কিন ঘাঁটি পরিদর্শন করে। এ বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img