সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

ব্যবসা হলো নবীগণের পেশা, সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন : মাওলানা তারিক জামিল

পাকিস্তানের বিশিষ্ট দাঈ ও স্কলার মাওলানা তারিক জামিল বলেছেন, ব্যবসা হলো নবীগণের পেশা। এটাও দ্বীনদারীর অংশ। এজন্যই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ব্যবসা করতেন। তারা সকলেই ব্যবসায়ী ছিলেন। কিন্তু আমাদের সমাজে এবিষয়ে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়। তা এই যে, একজন আলেমে দ্বীনের কর্তব্য শুধু মাদরাসায় বসে পড়ানো। সে পৃথিবীর আর কোনো কাজ করতে পারবে না।

সোমবার (১২ জুলাই) এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সম্প্রতি মানবতার সেবায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন করেন মাওলানা তারিক জামিল। ইন্সটাগ্রামে এই জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব কর্তৃক পরিচালিত সেবামূলক ফাউন্ডেশন এমটিজের (মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন) ইন্সটা পেইজে তার কিছু ছবিও প্রকাশ করা হয়। সেখানে যারা হতদরিদ্রদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে এমটিজে ফাউন্ডেশনকে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সূত্র: উর্দু পয়েন্ট

spot_img
spot_img

এই বিভাগের

spot_img