শুক্রবার, মে ৯, ২০২৫

মানুষকে সেবা দিতে স্কুল, কলেজ এবং হাসপাতাল তৈরি করতে চাই : মাওলানা তারিক জামিল

spot_imgspot_img

পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা তারিক জামিল বলেছেন, আমি আল্লাহর কাছে দুয়া করি, তিনি যেন আমাকে মানুষের সেবা করার সুযোগ দেন। আমি মানসম্পন্ন স্কুল, কলেজ এবং হাসপাতাল তৈরি করতে চাই, যেখানে মানুষকে বিনা খরচে সেবা দিতে পারব।

পাকিস্তানের একটি বেসরকারী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।

মাওলানা তারিক জামিল বলেন, আমাদের সমাজ থেকে অসহিষ্ণুতা দূর করার একমাত্র উপায় হলো আল্লাহর কিতাব পবিত্র কুরআন ও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সম্পর্ক তৈরি করা।

তিনি বলেন, দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে মানুষ হিসেবে তৈরি করা। মহান আল্লাহ মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে নবীদের প্রেরণ করেছেন।

সাক্ষাৎকারে তিনি জানান, নিয়ম করে জিমে শরীর চর্চাও করে থাকেন এই আলেমে দ্বীন।

সূত্র : উর্দু পয়েন্ট

সর্বশেষ

spot_img
spot_img
spot_img