সোমবার, মে ১৯, ২০২৫

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে ২ স্বাধীনতাকামী যোদ্ধা নিহত

spot_imgspot_img

জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকায় ভারতীয় বাহিনী ও স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।

ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি হিন্দি’র ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।

আজ (শুক্রবার) এক পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্য পেয়ে বৃহস্পতিবার সোপোরের ওয়ারপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। প্রতিটি বাড়ি তল্লাশির সময়ে স্বাধীনতাকামী যোদ্ধাদের সন্ধান পাওয়া যায় এবং তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতীয় বাহিনীর উপর গুলিবর্ষণ করলে ভারতীয় বাহিনীর অভিযান সংঘর্ষে পরিণত হয়।

এসময় ভারতীয় বাহিনী দ্রুত পাল্টা গুলিবর্ষণ করে। এরফলে দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img