মঙ্গলবার, মে ২০, ২০২৫

দেশ বিরোধী কোন চুক্তি জনগণ মানবে না : জমিয়ত

spot_imgspot_img

দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি জনগণ মানবে না উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা ও আলেম সমাজ কখনোই মেনে নিবে না। অবিলম্বে সরকারকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, উলামায়ে দেওবন্দ ও তৎকালীন জমিয়ত নেতাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন। তারা যদি সেদিন জীবন বাজি রেখে ভূমিকা না রাখতেন তাহলে আজও পর্যন্ত হয়তো আমরা গোলামীর জিঞ্জিরেই আবদ্ধ থাকতাম। আমরা এই গৌররবময় ইতিহাসের আলোকেই পথ চলতে বদ্ধপরিকর। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা রাখতে আমরা প্রস্তুত নই।

সোমবার (১৯ মে) জয়পুরহাট জেলা জমিয়ত আয়োজিত এক কমিউনিটি সেন্টার মিলনায়তনে উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা জমিয়তের সভাপতি মুফতী জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন, মাওলানা যুবায়ের মাহমুদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জমিয়ত নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img