রবিবার, মে ২৫, ২০২৫

আফগানিস্তানের পর চলতি বছরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা

spot_imgspot_img

আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবাছে বাইডেন প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেদেশের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরাক থেকে ২০২১ সালের শেষ নাগাদ মার্কিন সেনা প্রত্যাহার করার লক্ষ্যে দু’দেশের কর্মকর্তারা একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন।

দৈনিকটির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক আরো জানিয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একটি যৌথ বিবৃতি প্রকাশের লক্ষ্যে কাজ করছেন যেখানে চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে মার্কিন সশস্ত্র বাহিনী প্রত্যাহারের ঘোষণা থাকবে।”

সূত্র : পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img