অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৭০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরাইলের বসতি স্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, শুক্রবার ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আহত হওয়া বেশিরভাগই টিয়ার গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। অপরদিকে সাতজন তাজা গুলি ও ৫০ জন রাবার মোড়ানো গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহতদের বেশিরভাগ পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরের কাছে বাইতা গ্রামের বাসিন্দা। গ্রামটির বাইরে ফিলিস্তিনি কৃষকদের কৃষিজমি দখল করে ইহুদি বসতি নির্মাণের কারণে বাসিন্দারা গত মে মাস থেকেই নিয়মিত বিক্ষোভ করে আসছিলেন।
সূত্র: আল-জাজিরা।