শনিবার, মে ১০, ২০২৫

নরসিংদীতে ধর্ষণ মামলার অভিযুক্ত ছাত্রলীগ নেতা

spot_imgspot_img

নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে। নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনায় নির্যাতিতার পরিবার ছাত্রলীগ সভাপতিসহ দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে রায়পুরা থানায় মামলা করেছে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবিয়াবাদ গ্রামে দশম শ্রেণির স্কুলছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসেন রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল। পরে রাত ১১টার দিকে তার ওপর পাশবিক নির্যাতন চালান তিনি।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ওই সময় শাকিল কৌশলে পালিয়ে যান। পরে ‘৯৯৯’-এ কল করে বিষয়টি অবগত করা হলে, রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img