রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

পঞ্চগড়ের বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন লেগে চালক দগ্ধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন লেগেছে। এ আগুনে জগবন্ধু রায় নামের ওই ট্রাকের চালক দগ্ধ হয়েছেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরের ভেতরের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টি তেঁতুলিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুল্লাহ নিশ্চিত করেন।

জানা যায়, ভারতীয় ওই চালককে চিকিৎসার জন্য তাৎক্ষণিক নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার বাড়ি ভারতের দার্জিলিং জেলার ঢুপগুঁড়ি এলাকায়।

সূত্রে জান যায়, ৩৪ মেট্রিক টন চালসহ ভারতীয় ওই ট্রাকটি আনলোডের অপেক্ষায় স্থলবন্দরে আটকে ছিল। তীব্র দাবদাহের মধ্যে দুপুরে ট্রাকের ভেতরে কেরোসিনের গ্যাসস্টোভে রান্না করার জন্য ম্যাচের কাঠিতে আগুন জ্বালানো হচ্ছিল। এ সময় ম্যাচের কাঠি ভেঙে নিচে পড়ে যায় এবং ট্রাকের কেবিনের ভেতরে আগুন লেগে যায়। আকস্মিক ট্রাকটিতে (ট্রাক নং ওয়েস্ট বেঙ্গল-৭৮৫১৮০ গাড়ির মালিক মিঠু রায়) আগুন লাগায় জগবন্ধু রায় দগ্ধ হন। এ সময় ট্রাকের ইঞ্জিন ভস্মীভূত হয় এবং ট্রাকের ওপরে থাকা চালের বস্তায় আগুন লাগে। আগুনে প্রায় ২০ বস্তা চালের আংশিক পুড়ে যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img