বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসানের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের বৈঠক

আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ এর সাথে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস।

সোমবার (২০ সেপ্টেম্বর) আফগান সফরে গিয়ে রাষ্ট্রপতি ভবনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ সাক্ষাত করেন তিনি।

আফগান মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক টুইট বার্তায় আফগান সফরের বিষয়টি নিশ্চিত করেন।

খবরে বলা হয়, আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ এর সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম ঘেব্রেইয়েসুস বৈঠক করেছেন। বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সাথে তার প্রতিনিধি দল এবং জাতিসংঘ মিশনের প্রধান উপস্থিত ছিলেন।

এদিকে আফগান সরকারের পক্ষে প্রধানমন্ত্রী, উপ -প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার এবং পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বৈঠকে অংশ নিয়েছিলেন।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ